তৈরি হচ্ছে অনুভূতি প্রবণ রোবট!

৩০ নভেম্বর, ২০১৯ ২১:৩৮  
চিমটি কাটলে কিংবা কাতুকুতু দিলে বুঝতে পারবে রোবট! মানুষের মতোই থাকবে স্পর্শের অনুভূতি। এমনই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন মিউনিখের টেকনিকাল ইউনিভার্সিটির অধ্যাপক গর্ডন চেং ও তার দল। তারা এখন তৈরি করছেন মানবিক রোবট। এই রোবটের থাকছে ১২৬০টি সেল। থাকছে মানবীয় অনুভূতিময় পায়ের পাতা, হাতের তালুও! ব্যবহৃত হচ্ছে ১৩ হাজারের ভিন্নি ধরনের সেন্সর। এ বিষয়ে গর্ডন চেং জানান, বর্তমানে যেসব রোবট ব্যবহার করা হচ্ছে তার মধ্যে স্পর্শের বিষয়ে কোনো অনুভূতি কাজ করে না। স্পর্শের অনুভূতি রোবটকে আরও নিরাপদ করবে। এতে বস্তু, মানুষ ও রোবট নিজের ক্ষতি করা ছাড়াই সঠিকভাবে কাজ করতে পারবে। https://youtu.be/M-Y2HW6JcGI এদিকে গত মাসে রোবট স্পর্শের অনুভূতি বুঝতে সক্ষম এমন কৃত্রিম চামড়াও তৈরি করেছে ইউনিভার্সিটি অব ব্রিস্টলের গবেষকরা। মানুষের শরীরের মতোই এই কৃত্রিম চামড়াটিও স্ট্রেচ করা যায়। আন্তর্জাতিক রোবট ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে সারা বিশ্বে প্রতি ১০০০ কর্মচারীর মধ্যে ৮৫টি করে রোবট ব্যবহার করা হয়েছে বিভিন্ন পণ্য উৎপাদন প্রতিষ্ঠানে। ২০২১ সালের মধ্যে শিল্প প্রতিষ্ঠানে রোবট সরবরাহের হার ১৪ শতাংশ করে বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।